নিজস্ব প্রতিবেদক: দেশে করোনার টিকা নেয়া মানুষের সংখ্যা ৩০ লাখ ছাড়ালো। প্রতিদিন টিকা নেয়ার তালিকায় যুক্ত হচ্ছে প্রায় ২ লাখ মানুষ। এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৪২ লাখ নাগরিক। টিকা নিতে মানুষের আগ্রহ প্রতিদিনই বাড়ছে। সারাদেশে কেন্দ্রগুলোতে ঝামেলা ছাড়াই টিকা দিতে পারছেন সাধারণ মানুষ।
গত ৭’ই ফ্রেব্রæয়ারি করোনার টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। ভিড় বেড়েছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। শনিবার জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে টিকা নিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ।
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। সরকারি হিসেবে গেলো দিনে করোনায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন শনাক্ত রোগী পাওয়া গেছে ৪০৭ জন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন