নিজস্ব প্রতিবেদক: সরকারি হিসেবে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৪০০ জন।
আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় ২১৪টি পরীক্ষাগারে ১২ হাজার ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। ১২ হাজার ৩৪৮টি নমুনা পরীক্ষা করে ৪০৭ জনকে আক্রান্ত পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জন। আর নতুন ৬০৯ জনসহ মোট ৪ লাখ ৯৬ হাজার ১০৭ জন সুস্থ হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৮৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এতে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৪০০ জনের। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৩৫৩ জন (৭৫ দশমিক ৬৩ শতাংশ) ও নারী ২ হাজার ৪৭ জন (২৪ শূন্য ৩৭ শতাংশ)।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন ও ষাটোর্ধ্ব তিনজন রয়েছেন।
বিভাগ অনুযায়ী, মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন