ডেস্ক প্রতিবেদন: আর একদিন পরই ২০টি জেলার ৩১টি পৌরসভার নির্বাচন। এবার সবকটি কেন্দ্রে ভোট হবে ইভিএমে। শেষ সময়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটাররাও প্রস্তুত পছন্দের মেয়র ও কাউন্সিলর বেছে নিতে।
২৮ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন। এই ধাপে দেশের ২০ জেলার ৩১টি পৌরসভার বাসিন্দারা বেছে নেবেন তাদের পরবর্তী জনপ্রতিনিধিদের। শেষ মূহুর্তে নির্বাচনী এলাকগুলোতে জোরেসোরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের।
মাদারীপুর ও শিবচর পৌরসভায় নির্বাচনকে কেন্দ্র করে ব্যানার আর ফেস্টুনে চারপাশ ছেয়ে গেছে। আধুনিক পৌর এলাকা গড়ার প্রতিশ্র“তি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে।
জয়পুরহাট পৌরসভায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা অংশ নিচ্ছেন গণসংযোগে। ভোটররা বলছেন, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন তারা।
এদিকে, নির্র্বাচনকে ঘিরে সরগরম বগুড়া পৌরসভা। আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর পাশাপাশি আরো দুজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী সবাই।
বগুড়া পৌরসভায় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন জোরেসোরে। তবে, সবচেয়ে বেশি আলোচনায় নারী কাউন্সিলর পদে শাশুড়ি ও পুত্রবধূর লড়াই।
অন্যদিকে, গাজীপুরের কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে ত্রিমুখী লড়াইয়ের আলোচনা চলছে। ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন সব প্রার্থী।
নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদী নির্বাচন কর্মকর্তা। সবধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
পঞ্চম দফার পৌরসভা নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর মাধ্যমে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন