নিজস্ব প্রতিবেদক: দ্রুততম সময়ের মধ্যে রাজাকারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি এখন পর্যন্ত যে তালিকা পাওয়া গেছে তা গেজেট আকারে প্রকাশের সুপারিশও করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করেন কমিটির সদস্যরা।
একইসাথে বীর মুক্তিযোদ্ধাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ কেনার জন্য অর্থ বরাদ্দ বাড়ানোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। এখন পর্যন্ত জেলা-উপজেলা থেকে মোট ২ হাজার ৫০৪ জনের তালিকা পাওয়া গেছে বলে সভায় জানানো হয়।
রাজাকারদের আংশিক তালিকা:
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন