সাভার সংবাদদাতা: হলে থাকার ঘোষণা দিয়ে আন্দোলন স্থগিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে সাংবাদিকদের এতথ্য জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশ দাবি মেনে নেয়ায় আন্দোলনের সকল কর্মসূচি আগামীকাল বুধবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা হলেই থাকবেন।
এছাড়া গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে আবাসিক হলের তালা ভেঙে সেখানে অবস্থান করতে শুরু করেন।
দুইদফা চেষ্টা করেও তাঁদের হলছাড়া করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে ১৬টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছাত্রদের আটটিতেই ছাত্ররা থাকছেন। শনিবার ছাত্রীদের আটটি হলের তালা ভাঙা হলেও বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সেগুলোতে তালা লাগিয়ে দেয়। গতকাল সোমবার দুপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের তালা ভেঙে আবারও সেখানে ওঠেন ছাত্রীরা। প্রশাসনের অনুরোধেও তারা হল ছাড়েননি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ‘আমরা শিক্ষার্থীদের হল ছাড়ার অনুরোধ করছি। তারা হল ছাড়েনি। এ অবস্থায় কী পদক্ষেপ নেওয়া হবে সে নিয়ে সভা চলছে। সভা শেষে সিদ্ধান্ত জানানো হবে।’
চট্টগ্রাম সংবাদদাতা: কারাগারের ভেতর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন