নরসিংদী সংবাদদাতা: নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদে স্থানীয়দের অর্থ ও স্বেচ্ছাশ্রমে নির্মিত হলো চারশ’ ফুট দৈর্ঘ্যরে কাঠের সেতু। এতে নদ পারাপারে দুর্ভোগের সাময়িক অবসান হলো দুইটি ইউনিয়নের কয়েক লাখ মানুষের। দুর্ভোগ লাঘবে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
আড়িয়াল খাঁ নদ পারাপারে দুর্ভোগের অন্ত ছিলনা নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ও চর-আড়ালিয়া ইউনিয়নের ২২টি গ্রামের কয়েক লাখ বাসিন্দার। নৌকা যোগে মালামাল পরিবহন, রেলস্টেশনে যাতায়াত, হাসপাতালে রোগী নেয়াসহ শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হতো।
দীর্ঘদিনের এই দুর্ভোগ দূর করতে স্থানীয়রা সরকারি বরাদ্দ ছাড়াই নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছা শ্রমে নির্মাণ করছে চারশফুট দৈর্ঘ্যরে কাঠের সেতু। দুই পাশে করা হয়েছে দুইশ ৫০ ফুট মাটির সড়কও। মাছিম নগর গ্রামের আড়িয়ালখাঁ নদে ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় এই কাঠ ও বাঁশের সেতু। এখন অনায়াসেই পার হচ্ছে রিক্সা, সাইকেল, ইজিবাইক, মোটরবাইকসহ ছোট ছোট গণপরিবহন।
সাময়িকভাবে দুর্ভোগের অবসান হলেও এখানে স্থায়ী ভাবে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসীর।
আড়িয়ালখাঁ নদের ওপর পাকা সেতু নির্মাণে একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন