নিজস্ব সংবাদদাতা: একুশে পদকপ্রাপ্ত বর্ষিয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেনে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে রাজধানীর সূত্রাপুরের বাসায় তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভূগছিলেন বর্ষিয়ান এই অভিনেতা। গত কয়েক বছরে একাধিক অস্ত্রোপচার হয়েছে তার শরীরে। গেলো বৃহস্পতিবার তীব্র শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তির পর কিছুটা সুস্থ হলে শুক্রবার বিকেলে বাসায় নিয়ে আসা হয় এটিএম শামসুজ্জামানকে। শনিবারই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সূত্রাপুরের নিজ বাসভবনে ভোরের দিকে তাঁর মৃত্যু হয়েছে।
এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শেষ বারের মতো তাকে দেখতে বাসভবনে মানুষের ঢল নামে। তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। দুই দফা জানাজা শেষে বাদ আছর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রখ্যাত এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বলেছেন, এটিএম শামসুজ্জামানের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। জনপ্রিয় এই শিল্পী তাঁর অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন