নিজস্ব প্রতিবেদক: কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় বাংলাদেশ নিয়ে প্রচারিত প্রতিবেদন ও তথ্যচিত্র অনলাইন থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ বিটিআরসিকে এই নির্দেশ দিয়েছেন।
গত পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন ও তথ্যচিত্র প্রচার করে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা। যা তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে।
দেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে আইনজীবীর করা রিটের শুনানিতে ৬ জন অ্যামিকাস কিউরির মতামত নেন আদালত।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ বিটিআরসিকে ওই প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
প্রতিবেদনটি কোটি কোটি মানুষ দেখার পরও কেন এ বিষয়ে ব্যবস্থা নিতে আদালতে আসা হলো তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন শুনানি করেন। অন্যদিকে, বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা-ই রাকিব।
আদালতে আরও সংযুক্ত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী ও বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা-ই রাকিব। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এনামুল কবীর ইমন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ফারজানা শায়লা।
এদিকে এই প্রতিবেদন তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত আল জাজিরার এডিটর মোস্তেফা সরওয়াসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক। ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম বাদির বক্তব্য শুনে পরে আদেশের জন্য রেখেছেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন