নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন আইনজীবীরা। আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপিপন্থী ১০১ আইনজীবীর স্বাক্ষরিত আবেদন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের অধীনস্থ ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউটের ভয়াবহ দুর্নীতি ও আর্থিক অনিয়ম নিয়ে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রশিক্ষণ বাজেটের টাকা হাতিয়ে নেয়া, কর্মচারী নিয়োগে অনিয়ম, ইভিএম ক্রয়ে দুর্নীতিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠায় এই প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
ইসি তার দায়িত্ব পালনে নৈতিক ও সাংবিধানিক ভিত্তি হারিয়েছে জানিয়ে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা।
এর আগে গত বছর ১৪’ই ডিসেম্বর একই দাবিতে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন ৪২ জন নাগরিক। পরবর্তীতে ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে আবেদনের সংযুক্তি হিসেবে আরেকটি চিঠি প্রেরণ করেন তারা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন