নিজস্ব প্রতিবেদক: শেষ হলো একাদশ জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশন। আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে অধিবেশন সমাপ্তির বিষয়ে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অধিবেশন চলেছে মোট ১২ কার্যদিবস। এই সময়ে ৬টি বিল পাস হয়েছে। অধিবেশন শেষ হওয়ার আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতভাবে সংসদে গৃহীত হয়।
গত ১৮ই জানুয়ারি বিকেলে এই অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হয় এবং তা পাস হয়।
সাধারণত বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হলেও করোনা পরিস্থিতির কারণে এবার অধিবেশন হয়েছে সংক্ষিপ্ত। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ১৩২ জন সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর ২৫ ঘণ্টা ২৫ মিনিট আলোচনা করেন।
এই অধিবেশনে ৬টি বিল পাস হয়েছে। কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে ৪৬টি নোটিশ পাওয়া যায়। যার মধ্যে একটিও আলোচনায় আসেনি। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ৮৪টি প্রশ্ন পাওয়া যায়, এরমধ্যে তিনি ২৮টি প্রশ্নের জবাব দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার মোট এক হাজার ৬৮৯টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে ৮২০টির উত্তর দিয়েছেন মন্ত্রীরা।
স্বাস্থ্যবিধি মেনে চালাতে অন্য চারটি অধিবেশনের মতো এবারও সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নেন। প্রতি কার্যদিবসে সর্বোচ্চ ৯০ জনকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হয়। অধিবেশন চলার সময় সুনির্দিষ্ট দায়িত্বে থাকা ব্যক্তিদের বাইরে কাউকে সংসদে ঢুকতে দেওয়া হয়নি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন