আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভের পেছনে পশ্চিমারা মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমারা নাক গলাচ্ছে বলে সমালোচনা করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
শনিবারের বিক্ষোভে রুশ সরকারের দমন পীড়ন আর গণ গ্রেফতারের সমালোচনা করে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ। এবিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে মুক্ত আলোচনা আহবান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির ডাকে শনিবার রাশিয়াজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এসময় নাভালনির স্ত্রী ও সহযোগীসহ সাড়ে ৩ হাজার আন্দোলনকারীকে আটক করা হয়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন