শরীয়তপুর সংবাদদাতা: শরীয়তপুর সদর উপজেলায় চার বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী সোহেল সরদারকে (২৪) আসামি করে পালং মডেল থানায় একটি মামলা করেছে শিশুটির মা। নির্যাতনের শিকার শিশুটি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত সোহেল সরদার পেশায় রাজমিস্ত্রি। সে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চরসুন্দী গ্রামের খলিল সরদারের ছেলে।
নির্যাতনের শিকার শিশুটির পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, গত (১৭ জানুয়ারি) রোববার বিকেলে বাড়ির পাশে খেলার সময় শিশুটিকে সোহেল সরদার তার একটি কক্ষে ডেকে নিয়ে নির্যাতন করে। শিশুটি কান্নাকাটি করলে তাকে ছেড়ে দেয় সোহেল। কাউকে কিছু জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয় সে। এরপর ২২শে জানুয়ারি (শুক্রবার) শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশুটির স্বজনরা।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুমন কুমার পোদ্দার জানান, গত ২২ জানুয়ারি সেক্সুয়াল অ্যাসাল্ট নিয়ে ৪ বছরের এক শিশু ভর্তি হয়। সে এখনো চিকিৎসাধীন আছে। প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় রিপোর্ট পাঠানো হয়েছে। ওই রিপোর্ট পেলে নির্যাতনের বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে মামলা করেছেন। অভিযুক্ত সোহেল সরদার পালিয়ে বেড়াচ্ছে। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে বাস ও...
বিস্তারিতখাগড়াছড়ি সংবাদদাতা: সরকারি বিভিন্ন...
বিস্তারিতসাভার সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন