ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে যায় বাংলাদেশ দল। ৩৬ ওভারে ৮ উইকেট তুলে নিয়ে ১১৯ রান দিয়ে ক্যারিবিয়ানদের দমিয়ে রেখে ম্যাচ নিয়ন্ত্রনে রেখেছে তামিমরা। অপরদিকে টস জিতে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ছে ক্যারিবিয়ানরা।
এ ম্যাচটি জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের হ্যাটট্রিক হবে বাংলাদেশ দলের। তাদের বিপক্ষে ২০১৮ সালে ঘরের মাঠে ও তাদের মাঠে- উভয় সিরিজই জিতেছিল স্বাগতিকরা। এছাড়া সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১২২ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ৪ উইকেট নেন দীর্ঘদিন পর মাঠে ফেরা সাকিব। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদের ঝুলিতে যায় ৩ উইকেট। পরে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
ক্রীড়া ডেস্ক: পর পর তিনটি শক্তিশালী...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন