ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ জন। আজ শুক্রবার (২২ জানুয়ারি) সকালে শহরের হামদহ ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে গতিরোধক দেওয়ার দাবীতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের রিপ্তি নামের এক নারী চাচাতো ভাইয়ের মোটর সাইকেল করে শহর থেকে গ্রামে ফিরছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঘোষপাড়া নামক স্থানে পৌঁছালে যশোর থেকে কুষ্টিয়াগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল থেকে ওই নারী রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় মোটর সাইকেল চালক আলমগীর হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ দিকে এ ঘটনার প্রতিবাদে ওই স্থানে গতিরোধক দেওয়ার দাবীতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশের হস্তক্ষেপে ১ ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা।
খুলনা সংবাদদাতা : খুলনায় ডিজিটাল...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন