নিজস্ব প্রতিবেদক : করোনা থেকে সুরক্ষার সামগ্রী সরবরাহে অনিয়মের ঘটনায় দুর্নীতি দমন কমিশন-দুদক এর করা মামলায় জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের জামিন বহাল রেখেছে হাইকোর্ট। মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে শুনানি শেষে জামিন বহাল রাখা হয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবীন রব্বানী দীপা ও আন্না খানম কলি।
ফেস মাস্ক সরবরাহে অনিয়মের প্রশ্ন তুলে গত বছর ২৯ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সাতজনকে আসামি করে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. নুরুল হুদা। মামলা দায়েরের পর গ্রেপ্তার হন আবদুর রাজ্জাক।
এরপর গত বছর ১৫ অক্টোবর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ আবদুর রাজ্জাককে জামিন দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করে দুর্নীতি দমন কমিশন। সেই আবেদনের শুনানি শেষে গত ৩০ নভেম্বর রুল জারি করে হাইকোর্ট।
রুলে জেএমআই গ্রুপের এমডি আবদুর রাজ্জাককে বিচারিক আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। সেই রুলটি খারিজ করে এখন জামিন বহাল রাখল উচ্চ আদালত।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন