নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জে নিখোঁজের চারদিন পর এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার) দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত সুজন মাহমুদ (২৪) বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার আবুল হোসেনের ছেলে। সে সরকারি তোলারাম কলেজে অধ্যায়নরত ছিলেন। চারদিন আগে ১৪ জানুয়ারী সুজন মাহমুদ তার কলেজের এক বন্ধুর এক অনুষ্ঠানে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে নিহতের ভাই শাহজামান বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সোমবার দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকায় শীতলক্ষ্যা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ থানা নারায়ণগঞ্জ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করলে সুজন মাহমুদের পরিবার মরদেহ সনাক্ত করেন। মরদেহের মাথার পেছনের অংশ কাটা ও আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন