এস.এম.সুমন: অভিজ্ঞতার ঘাটতি থাকলেও আসন্ন সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হাল্কাভাবে না নিতে বাংলাদেশ দলকে পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়করা। জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এবং মোহাম্মদ আশরাফুল মনে করেন সাফল্য পেতে ক্যারিবিয়দের বিপক্ষে স্বাগতিকদের খেলতে হবে চাপমুক্ত হয়ে।
গত কয়েক বছরে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের লড়াইটা বেশ ভালোই উপভোগ করেন ক্রিকেট ভক্তরা। সেটা হোক টেস্ট কিংবা ওয়ানডেতে। ২০১৮ সালে ক্যারিবিয়দের বিপক্ষে ঘরের মাঠে ওযানডে সিরিজে বাংলাদেশ জিতেছিলো ২-১ ব্যবধানে। ওই বছর টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ করেছিলো ওয়েস্ট ইন্ডিজকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে করোনা অতিমারীর সময়ে সেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের এই দলটি খুবই নবীন। বেশিরভাগ খেলোয়াড়ের অভিজ্ঞতা কম। তাই বাংলাদেশের উপর প্রত্যাশার চাপটাও অনেক। আর নিজেদের মাঠে খেলা হওয়ায় সেই চাপ থাকবে আরো বেশি। করোনার এই সময়ে খেলাটা অন্য সময়ের তুলনায় একটু চ্যালেঞ্জিং বলে মনে করেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এবং মোহাম্মদ আশরাফুল।
আইসিসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসানও। এটা তার জন্যও নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ বলে মনে করেন এই দুই সাবেক অধিনায়ক। ২০ই জানুয়ারি মিরপুরে ওয়ানডে সিরিজের লড়াই শুরু হবে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন