খুলনা সংবাদদাতা: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ূন কবীর বালু হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো এই রায় দেন।
রায় ঘোষণা শেষে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাহিদুর রহমান জাহিদ, ইকবাল হোসেন স্বাধীন, নজরুল ইসলাম ওরফে খোড়া নজরুল ও রিপনকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর আসামি মাসুম ওরফে জাহাঙ্গীর পালাতক রয়েছে।
এদের মধ্যে রিপন ছাড়া বাকি চারজন সাংবাদিক বালু হত্যা মামলার আসামি ছিল। ২০০৮ সালের ১৩’ই ফেব্রুয়ারি মামলার সব আসামিকে (৭ আসামি) বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা করেন আদালত। ওই সাতজন হলো- আব্দুল রশিদ মালিথা ওরফে দাদা তপন, ইকবাল হোসেন স্বাধীন, জাহিদুর রহমান ওরফে সবুজ, রিমন, নজরুর ইসলাম ওরফে খোড়া নজরুল, নাজিম উদ্দিন ও মাসুম।
২০০৪ সালের ২৭’শে জুন দৈনিক জন্মভূমি কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু। সেসময় পুলিশ বাদি হয়ে হত্যা ও বিস্ফোরকের ঘটনায় আলাদা দু’টি মামলা করে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন