নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেশে-বিদেশে আরও দু’টি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে ভাইদের নামে এই দু’টি বাড়ি কেনেন বলে প্রাথমিক প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। এ ঘটনায় তার বিরুদ্ধে দু’টি মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। একই সাথে তাকে দেশে ফেরাতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুদক কমিশনার।
রাজধানী উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের এই ভবনটি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভাই নরেন্দ্র কুমার সিনহার। উত্তরা ওয়াসার পাম্প সংলগ্ন এই জায়গাটি পূর্বে ওয়াসার ছিল। পরবর্তীতে রাজউক থেকে বরাদ্দ পেয়ে দশতলা ভবন গড়ে তোলা হয়।
দুর্নীতি দমন কমিশন বলছে, এসকে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে প্রভাব খাটিয়ে তার ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে এই প্লটটি রাজউক থেকে বরাদ্দ করান। এই প্লট উন্নয়ন ও ভবন নির্মাণে এসকে সিনহা তার অবৈধ অর্থ ব্যবহার করেন এমন তথ্য দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
এছাড়া অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে তার ভাই অনন্ত কুমার সিনহার কাছে অর্থ পাচারের প্রমাণও পেয়েছে দুদক। সেই অর্থ দিয়ে নিউজার্সিতে ২০১৮ সালে ২ লাখ ৮০ হাজার ডলার দিয়ে একটি বাড়ি কেনা হয়েছে।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর আলোচনা-সমলোচনার মুখে ২০১৭ সালের অক্টোবরে ছুটি নিয়ে বিদেশে চলে যান তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা। পরে বিদেশ থেকেই রাষ্ট্রপতির বরাবর পদত্যাগপত্র পাঠান। ইতোমধ্যে তার বিরুদ্ধে ফারমার্স ব্যাংক থেকে ঋণের নামে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। অভিযোগপত্র দাখিলের পর বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: ৬ কোটি ২৪ লাখ টাকার...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: জাল স্বাক্ষরে...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন