রাজশাহী সংবাদদাতা: পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, রাজশাহী মানে রাজশাহীর সিল্ক। এটাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে। কিভাবে রেশম শিল্পকে লাভজনক শিল্প হিসেবে প্রতিষ্ঠা করা যায় এখন আমাদের সে বিষয়ে সাধনা করতে হবে। এটা নিয়ে আমাদের অনেক কাজ করে যেতে হবে। যেন আমরা রেশম ঐতিহ্য ধরে রাখতে পারি। গতকাল (রোববার) বিকেলে রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, রেশমের উৎপাদন ব্যয় হ্রাস করে উন্নতমানের সুতা তৈরি করতে হবে। যাতে অল্প দামে ভালো মসৃন কাপড় তৈরি করা যায়। তাহলে জনগণ সাশ্রয়ী মূল্যে রেশমের কাপড় পরতে পারবেন।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এছাড়া বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং তাঁত বোর্ডের চেয়ারম্যান শাহ আলম। পরে তারা রেশম গবেষনা এবং প্রশিক্ষণ ইন্সটিটিউিট এবং রেশম কারখানা পরিদর্শন করেন।
এর আগে সকালে রাজশাহীর মোহনপুরের চাঁদপুর এলাকায় রেশম ব্লক এবং সম্প্রসারণ এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। পরে মোহনপুরে রেশম চাকি সেন্টার পরিদর্শন করেন। এর আগে সকালে তিনি হযরত শাহ মখদুম বিমান বন্দরে এসে পৌঁছালে প্রশাসন, পুলিশ এবং রেশম বোর্ডের পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে রেশম বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শনে দু’দিনের রাজশাহী সফরে রয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক।
মুন্সীগঞ্জ সংবাদদাতা: কৃষির উন্নতি...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন