গোপালগঞ্জ সংবাদদাতাঃ গোপালগঞ্জে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এস এম সাকিবুর রহমানের নেত্বত্বে এই অভিযান চালানো হয়।
বৈধ কাগজপত্র ও অভিজ্ঞ ডাক্তার না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ, হামিদা ক্লিনিককে ১ লাখ ৫০ হাজার, গোপালগঞ্জ সার্জিক্যাল ক্লিনিককে ১ লাখ ৫০ হাজার ও নার্সিং হোমকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, ভ‚য়া ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে রোগীদের সঙ্গে নানাভাবে প্রতারণা, মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ব্যবহার এবং ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ মজুত ও বিক্রিসহ নানা অনিয়ম পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলেও জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন