রংপুর সংবাদদাতাঃ রংপুরের মিঠাপুকুরে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। বুধবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জে এ ঘটনা ঘটে। এসময় আরও একজন আহত হয়।
মিঠাপুকুর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগেঞ্জ ডাকাতির কবলে পড়ে একটি গরু বোঝাই ভটভটি। সংঘবদ্ধ ডাকাতদল নিজেদের ডিবি পরিচয় দিয়ে ভটভটিটি আটকায়। এসময় গাড়ির কাগজপত্র ও চালান দেখতে চায় তারা। এক পর্যায়ে তাদের কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।
এসময় বাধা দিলে রড দিয়ে ভটভটি চালক সাজু ও গরু ব্যবসায়ী সাদেক বাদশাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সোয়া দশটার দিকে গরু ব্যবসায়ী সাদেক বাদশা মারা যান। সে দিনাজপুরের নবাবগঞ্জের বানিয়া পাড়া এলাকার আহাদ আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন