শাহনাজ ইয়াসমিন: মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে সরকার। প্রায় নয় লাখ পরিবারের জন্য ১৭ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করে ভূমিহীন ও গৃহহীনদের কাুেছ ঘর হস্তান্তর করা হবে। বৈশাখী টেলিভিশনকে এমনটাই জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা, ২০১৬ সালে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছিলেন। এরপর ২০১৭ সালে ভূমিহীনদের জন্য ভূমি ও ঘর এবং গৃহহীনদের জন্য ঘর দেয়ার প্রকল্প শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ২০১৮ সালে প্রথম প্রকল্পে ১১ হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারেও ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর দেয়ার প্রতিশ্র“তি ছিলো। দ্বিতীয় ধাপে ২০১৯ সালে পুনর্বাসন করা হয় ১৭ হাজার পরিবারকে।
এবার মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনে নতুন প্রকল্প শুরু করেছে সরকার। এর আওতায় প্রায় নয় লাখ পরিবারকে পুনর্বাসন করা হবে। তিন লাখ পরিবার পাবে ভূমিসহ ঘর আর ৬ লাখ পরিবার পাবে শুধু ঘর। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানালেন, সরকারের প্রতিশ্র“তি অনুযায়ী দেশের কোনো মানুষ আর গৃহহীন ও ভূমিহীন থাকবেনা।
দেশের প্রতিটি ইউনিয়নের সুবিধাবঞ্চিতদের এই পুনর্বাসন প্রকল্পের আওতায় আনা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানালেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নেয়া এই প্রকল্পের কাজ আগামী মার্চ মাসের আগেই শেষ হবে।
প্রকল্পের কাজ নজরদারির জন্য জেলা প্রশাসকদের দায়িত্ব দেয়া হয়েছে। যেন কোন কারণে ভূমি ও গৃহহীন মানুষের কল্যাণে নেয়া প্রকল্পটিতে ব্যাঘাত না ঘটে।
শাহনাজ ইয়াসমিন: প্রকল্পের মেয়াদ ছিলো...
বিস্তারিততাসলিমুল আলম: সরকারি-বেসরকারি...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন