রংপুর সংবাদদাতা: রংপুরে চলমান মাসব্যাপী আয়কর মেলায় ব্যাপক সাড়া মিলছে। গত ২১ দিনে মেলা থেকে কর আদায় হয়েছে ১০ কোটি টাকা এবং ৫৫ হাজার রিটার্ন জমা পড়েছে। ‘আমরা স্বাবলম্বী হবো, সকলে কর দিবো’ এই স্লোগানে পহেলা নভেম্বর থেকে আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্য সেবা কার্যক্রম শুরু করে রংপুর কর অঞ্চল।
রংপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ আশরাফুল ইসলাম জানিয়েছেন, আয়কর দাতাদের ব্যাপক অংশগ্রহণে এই মেলায় সাড়া পড়েছে। গত ২১ দিনে ৫৫ হাজার রিটার্ন জমা পড়েছে। আর কর আদায় হয়েছে ১০ কোটি টাকা। চলতি অর্থ বছরে রংপুর কর অঞ্চলে নিবন্ধিত আড়াই লাখ টি আই এন ধারি কর দাতাদের মধ্যে দেড় লাখ রিটার্ন জমা পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। আর কর আদায়ের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২৫ কোটি টাকা।
নো মাক্স, নো সার্ভিস এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন