নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য আওয়ামী লীগ শাখার উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার চট্রগ্রামের ২ টি আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্রগ্রাম-৮ ও চট্রগ্রাম-১০ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
দলীয় কার্যালয়ে মনোনয়ন দাখিল শেষে ব্যারিস্টার মনোয়ার জানান, চট্রগ্রাম-৮ আসন বোয়ালখালিতে তার পৈতৃক বাড়ি আর চট্রগ্রাম-১০ আসনে তার জন্মস্থান ও শহরের বাড়ি। তাই তিনি দুটি আসনেই মনোনয়ন ফরম জমা দিয়েছেন। যে আসনেই তাকে মনোনয়ন দেয়া হোক না কেন তিনি কালুরঘাট নতুন সেতু ও চট্রগ্রাম উন্নয়নে নিরলস কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, নগরীর দুংখ বলে খ্যাত চাক্তাই খাল খননসহ জলাবদ্ধতার সমাধান ও চট্রগ্রামের উন্নয়নে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন।
ব্যারিস্টার মনোয়ার চট্রগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা। দুই আসনেই তার ভালো সামাজিক ও রাজনৈতিকভাবে স্থানীয় জনপ্রিয়তা রয়েছে বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তিনি নিরলস কাজ করার প্রত্যয়ও ব্যাক্ত করেন ব্যারিস্টার মনোয়ার।
মনোননয়ন ফরম জমা দেয়ার সময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিপি বেগম, চট্রগ্রামের স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Zubayer/sat