জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতলো চট্টগ্রাম বিভাগ

প্রকাশিত: ২০-১১-২০২৩ ২২:৫০

আপডেট: ২০-১১-২০২৩ ২২:৫০

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতলো চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ রাউন্ডে স্বাগতিকরা ১০ উইকেটে হারায় রাজশাহী বিভাগকে। 

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে মাত্র ১২৪ রানে অলআউট হয় রাজশাহী। জয়ের জন্য চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় ২৪ রানের। ১০ উইকেট হাতে রেখেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম। 

ম্যাচের সেরা ক্রিকেটার হন হাসান মুরাদ। আর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হন নাঈম হাসান। নাঈম এবং মুরাদ দুজনই আছেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের বাংলাদেশ দলে।  

 

Priyonty/joy