তিন মন্ত্রীর পদত্যাগপত্র কার্যকর হয়নি এখনও

প্রকাশিত: ২০-১১-২০২৩ ২২:২১

আপডেট: ২০-১১-২০২৩ ২২:২৩

নিজস্ব প্রতিবেদক : সরকারের মন্ত্রিসভার তিনজন টেকনোক্র্যাট (যাঁরা সংসদ সদস্য নন) মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং তিন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিলেও  এখনও তা কার্যকর হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সোমবার বিকেলে সচিবালয়ে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধে রোববার বিজ্ঞান মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান , ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এবং অর্থ উপদেষ্টা মশিউর রহমান, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক বিষযয়ক উপদেষ্টা গওহর রিজভী পদত্যাগ পত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন।

যেহতেু পদত্যাগপত্র এখনো কার্যকর হয়নি তাই তারা এখনও নিজ নিজ দপ্তরের কাজ চালিয়ে যেতে পারবেন। প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ীই পদত্যাগ পত্র কার্যকর হবে। 

প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ  রহমান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিছু বলা হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Priyonty/joy