নিজস্ব প্রতিবেদক: টানা ৪৮ ঘন্টা হরতাল শেষে মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এবার ৪৮ ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি।
আজ (সোমবার) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি'র রুহুল কবির রিজভী অনলাইন ব্রিফিং অবরোধের ঘোষণা দেন।
তিনি বলেন, আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাসী নয়, সরকারের লক্ষ্য রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা।
সরকার নির্বাচনের আগে মাঠ ফাঁকা করতে পুরনো মামলায় বিএনপির নেতাদের সাজা দেয়া শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা।
GM/prabir