বিশ্বকাপে যা কিছু নজর কেড়েছে

প্রকাশিত: ২০-১১-২০২৩ ১৬:১০

আপডেট: ২০-১১-২০২৩ ১৬:২৫

ক্রীড়া ডেস্ক: ভারতে দেড় মাসের মহাযজ্ঞ শেষ হয়েছে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের মধ্য দিয়ে। নানা কারণেই এবারের বিশ্বকাপ ক্রিকেটের আসর ছিলো আলোচিত-সমালোচিত। এবার অভিজ্ঞদের পাশাপাশি টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়েছেন তরুণরাও। হয়েছে বেশ কয়েকটি নতুন রেকর্ড। 

কোটি সমর্থককে বেদনায় ভাসিয়ে নিজেদের তৃতীয় ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয়ের খুব কাছে থেকেই শেষ পর্যন্ত ব্যার্থ হলো স্বাগতিক ভারত ক্রিকেট দল। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে সর্বোচ্চ ষষ্ঠবারের মতো ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। 

ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাট্সম্যান ট্র্যাভিস হেড। ভারতের দেয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করায় দারুন ব্যাটিং করেছেন হেড। ১২০ বলে ট্র্যাভিস হেডের দায়িত্ব্যপূর্ণ ১৩৭ রানের ইনিংসে ভর করেই জয় তুলে নেয় মাইটি অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতের অধিনায়ক রোহিত শর্মার তুলে দেয়া শটে দুর্দান্ত এক ক্যাচও ধরেন তিনি। 

নিজ দেশের মাটিতে বিশ্বকাপের ফাইনালে হারলেও পুরো আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতের ভিরাট কোহলি। ফাইনালসহ ১১টি ম্যাচ খেলে কোহলি করেছেন সর্বোচ্চ ৭৬৫ রান, যা ভেঙেছে শচীন টেন্ডুলকারের আগের রেকর্ড। ওয়ানডেতে সেঞ্চুরির হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন কোহলি। 

এবারের বিশ্বকাপের শুরু থেকে না খেলেও বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারী ভারতের মোহাম্মদ শামী। ৭টি ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন এই ভারতীয় ফাস্ট বোলার। 

এছাড়া, এক ম্যাচে সর্বোচ্চ ব্যাক্তিগত রান করেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে তার ২০১ রানের ইনিংসটি ক্রিকেট প্রেমীদের মনে গেথে রইবে বহুদিন। 

নিজের শেষ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গেলেও ব্যাট হাতে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির মালিক দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ কুইন্টন ডি কক। তার থেকে ১টি সেঞ্চুরি পিছিয়ে নিজের প্রথম বিশ্বকাপেই ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের তরুণ ওপেনার ব্যাট্সম্যান রাচিন রবীন্দ্র।

 

AAA/prabir