পদত্যাগ করার পরদিনও অফিস করলেন মোস্তাফা জব্বার

প্রকাশিত: ২০-১১-২০২৩ ১৫:০৬

আপডেট: ২০-১১-২০২৩ ২২:২২

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরও সচিবালয়ে আজ অফিস করেছেন মোস্তাফা জব্বার।  

গতকাল মোস্তফা জব্বারসহ সরকারের মন্ত্রিসভার তিনজন টেকনোক্র্যাট ( সংসদ সদস্য নন এমন) মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় গতবারের মতো এবারও মন্ত্রিসভার টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেন।  

এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফা জব্বার সাংবাদিকদের বলেন, পদত্যাগ পত্র গৃহীত না হলে স্বপদে বহাল থাকবেন এবং  নিয়মিত কাজ করবেন। কেবিনেট সচিব পদত্যাগ পত্র চেয়েছেন তাই তা জমা দেয়া হয়েছে।  এখন কেবিনেট সচিব বলতে পারেন কখন তা গৃহীত হবে।  

 

Mukta/prabir