আগুনে পুড়ল ১৮ যানবাহন

প্রকাশিত: ২০-১১-২০২৩ ১২:৫৫

আপডেট: ২০-১১-২০২৩ ১৫:৫০

নিজস্ব প্রতিবেদক : বিএনপি জোটের ৪৮ ঘণ্টার হরতালে গতরাতে চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ায় তিনটি বাস, একটি ট্রাক ও কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে হরতালকারীরা। ফায়ার সার্ভিস জানিয়েছে রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত বাস-ট্রেনসহ ১৮টি যানবাহন পুড়িয়ে দেয়া হয়েছে। এদিকে হরতালে রাজধানীসহ সারাদেশে যানচলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। ঢাকায় বাসে আগুন দেয়ার সময় মতিঝিল থেকে ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে র‌্যাব। 

জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা ৪৮ঘন্টার হরতালের দ্বিতীয় দিনেও বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ভাঙ্গচুর করা হয়েছে। আতঙ্ক তৈরির জন্য রোববার রাত ও সোমবার সকালে এসব পরিবহনে আগুন দেয়া হয়। 

রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ি ও ধানমন্ডিতে দু’টি যাত্রীবাহী বাসে আগুন দেয় হরতালকারীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। বাসে আগুন দেয়ার সময় নগরীরর মতিঝিল এজিবি কলোনী থেকে ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে র‌্যাব। 

ঢাকার বাইরেও বেশ কয়েকটি যানবাহন ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। চট্টগ্রামের সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় একটি গমবাহি ট্রাক পুড়িয়ে দেয়া হয়। এছাড়া রাজশাহী, নাটোর ও ফেনিতে বেশ কয়েকটি যানবাহন ভাঙ্চুর করা হয়। 

বগুড়ায় হরতালের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশের দিকে ককটেল নিক্ষেপ ও বেশ কয়েকটি যানবাহন ভাঙ্গচুর করা হয়। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, ৪৮ ঘন্টার হরতালের সোমবার সকাল পর্যন্ত ১৮টি যানবাহনে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা।  

এদিকে হরতালের দ্বিতীয় দিনে রাজধানীসহ সারাদেশে যানচলাচল প্রায় স্বাভাবিক। সোমবার সকাল থেকেই রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে যাত্রী সংকটে দুরপাল্লার বাস ছেড়েছে কম। 

নাশকতা মোকাবেলা রাজধানীসহ সারাদেশে র‌্যাব পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা টহল দিচ্ছে। 

 

Azmi/prabir