সংগীতের কিংবদন্তি রুনা লায়লার জন্মদিন আজ

প্রকাশিত: ১৭-১১-২০২৩ ১৩:৩৩

আপডেট: ১৭-১১-২০২৩ ১৩:৩৩

নিজস্ব প্রতিবেদক: ৭১-এ পা রেখেছেন কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা।  ১৯৫২ সালের এই দিনে (১৭ই নভেম্বর) সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা।  

গানের মাধ্যমে যিনি বাংলা সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত করিয়েছেন। রুনা উপহার দিয়ে অসংখ্য জনপ্রিয় সব গান।

দীর্ঘ পাঁচ দশকে তিনি বাংলাদেশকে সাফল্যের সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি উপহার দিয়েছেন বিভিন্ন ঘরানার হাজারো জনপ্রিয় গান। 

বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত রুনা। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। 

রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন। পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়। 

রুনার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের অনেক সম্মাননা। এসবের মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। এছাড়া ভারত থেকে পেয়েছেন সায়গল পুরস্কার। পাকিস্তান থেকে অর্জন করেছেন নিগার, ক্রিটিক্স, গ্র্যাজুয়েটস পুরস্কারসহ জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদক।  

 

afroza/sat