অনলাইন ডেস্ক: কলকাতায় ‘লহু’ শিরোনামে এক ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন নায়ক আরেফিন শুভ। এই সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে ওপার বাংলার ওটিটি কুইন সোহিনী সরকারকে। আর সিরিজটি পরিচালনা করছেন রাহুল মুখার্জী। যিনি এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুইটি সিনেমা পরিচালনা করেছেন।
জানা গেছে, এই ‘লহু’ সিরিজ দিয়েই ভারতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম চরকি। চলতি মাসে সিরিজটি শুটিং শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
পরিচালক রাহুল মুখার্জী বলেন, পাহাড়ি অঞ্চলে একটি সক্রিয় গোষ্ঠীকে সামলাতে বিশেষ দল পৌঁছায়। তারপর কী হয় তা নিয়েই গল্প। এ বিষয়ে আরিফিন শুভ জানান, ‘এটি অবশ্যই অনেক আনন্দের বিষয়। শুধু আমার জন্য নয় বরং আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন তাদের জন্যও এক্সাইটমেন্টের যে, পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই পরিচালক, প্রযোজক ও প্ল্যাটফর্মকে যারা ভালো ভালো কাজের সুযোগ দিচ্ছেন। আর সর্বোপরি আমার দর্শকদের প্রতি ভালোবাসা, তাদের দোয়া ও সাপোর্টের জন্য।’
অন্যদিকে সিরিজটি নিয়ে বেশ এক্সাইটেড সোহিনী সরকার। কাজটির জন্য নিজেকে প্রস্তুত করছেন জানিয়ে এ অভিনেত্রী বলেন, আমি ভীষণ আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে এতে আমাদের কাজের ক্ষেত্রও বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে।
afroza/prabir