বিনোদন ডেস্ক: বিশ্বব্যাপী কাল মুক্তি পেতে যাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত সালমান খানের সিনেমা ‘টাইগার থ্রি’। রবিবার (১২ই নভেম্বর) বিশ্বব্যাপী হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে এ ছবিটি। এরইমধ্যে সিনেমাটির টেইলার প্রকাশ হওয়ার পর থেকে হইচই ফেলেছে সিনেমা প্রেমিদের মধ্যে। সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন পুরানো ঝাঁজে ফিরছেন ভাইজান।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওমান, কুয়েত ও কাতারের সালমানভক্তরা দেখতে পারবেন না ‘টাইগার থ্রি’। ‘টাইগার থ্রি’র বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে এই তিন দেশের। তাঁদের দাবি, এ ধরনের দৃশ্য এসব দেশের সংস্কৃতিকে আঘাত করবে। বিশেষ করে ক্যাটরিনার তোয়ালে পরা অ্যাকশন দৃশ্য নিয়েই বেশি আপত্তি। এ ছাড়া সিনেমায় যেভাবে হিংসা-বিদ্বেষ ছড়ানো হয়েছে, তা নিয়েও আপত্তি রয়েছে এই তিন দেশের।
sanjida/habib