বিনোদন ডেস্ক: মুক্তির আগেই ‘জওয়ান’কে ছাপিয়ে গেল রণবীরের ‘অ্যানিম্যাল'। আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ছবিটি। অ্যানিমাল প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে জওয়ান ৮৫০টি ও ব্রহ্মাস্ত্র ৮১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সে দিক থেকে দেখলে ‘জওয়ান’কে ছাপিয়ে গিয়েছে ‘অ্যানিম্যাল’।
এই ছবিতে একেবারে অন্য অবতারে দেখা যাবে রণবীর কাপুরকে। রোম্যান্টিক হিরোর খোলস ছেড়ে অ্যাকশন হিরো। এই প্রথমবার রাশমিকা মন্দনার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় সুপারস্টার রণবীর। এ নিয়ে অনুরাগীদের মধ্যে যথেষ্ঠ উত্তেজনা রয়েছে।
এরইমধ্যে ছবির ‘হুয়া ম্যায়’ ও ‘সাতরাঙ্গা’ গান দু’টি লুপে নিয়েছে ভক্ত অনুরাগীরা।
রণবীর-রাশমিকা ছাড়াও এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরির মতো তারকাদের। পহেলা ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। পাশাপাশি, ডিসেম্বরেই শাহরুখ খানের ‘ডাঙ্কি’ ছবি মুক্তি পাবে। এবার দেখার অপেক্ষা, বক্স অফিসে ‘অ্যানিমাল’কে ‘ডাঙ্কি’ ছাপিয়ে যায় কি না!
sanjida/sat