আনোয়ার হোসেনের জন্মদিন আজ

প্রকাশিত: ০৬-১১-২০২৩ ১১:৪৩

আপডেট: ০৬-১১-২০২৩ ১১:৪৩

অনলাইন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেনের জন্মদিন আজ। ১৯৩১ সালের আজকের দিনে জামালপুর জেলার সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র ভুবনে নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন নবাব নামে খ্যাত এই তারকা।

গুণী এই অভিনেতা ১৯৫৮ সালে ‘তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনে শুরু করেন। প্রথম ছবিতে বাজিমাত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন পাঁচ শতাধিক চলচ্চিত্রে। তাঁর উল্লেখযোগ্য সিনেমা, কাঁচের দেয়াল, বন্ধন, জীবন থেকে নেয়া, নবাব সিরাজউদ্দৌল্লাহ, রংবাজ, ধীরে বহে মেঘনা, রুপালী সৈকতে, নয়নমণি, নাগর দোলা, গোলাপী এখন ট্রেনে আরও অনেক ছবি।

আনোয়ার হোসেন ১৯৭৫ সালে প্রথম প্রবর্তন ও প্রদানকৃত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার লাভ করেন। আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’তে সহ-অভিনেতা হিসেবে পুরস্কার পান ১৯৭৮ সালে। ২০১০ সালে প্রদানকৃত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ আজীবন সম্মাননায় ভুষিত হন তিনি। 

২০১৩ সালে ১৩ই সেপ্টেম্বর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

sanjida/Bodiar