শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স

প্রকাশিত: ০৪-১০-২০২৩ ১৭:৩৭

আপডেট: ০৪-১০-২০২৩ ১৭:৩৭

আন্তর্জাতিক ডেস্ক: এক মাসের ব্যবধানে ফের ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার দেশটির কাগায়ন প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি তথ্যটি নিশ্চিত করেছে ।

বুধবার  (চৌঠা অক্টোবর) স্থানীয় সময় ১১টা ৩৫ মিনিটে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির কাগায়ন প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। 

ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, ভূমিকম্পটির এপিসেন্টার তথা কেন্দ্রস্থল ছিল ডালুপিরি দ্বীপের ২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। 

এর আগে গত ৯ আগস্ট দেশটির মিন্দানাও অঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তারও আগে গত জুন মাসের মাঝামাঝিতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্স।

 

Kamal/Bodiar