ইয়েলো সাগরে ৫৫ চীনা নাবিকের ‘মৃত্যু’

প্রকাশিত: ০৪-১০-২০২৩ ১৭:০৩

আপডেট: ০৪-১০-২০২৩ ১৭:০৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজের জন্য পাতা ফাঁদে আটকে পড়ে চীনের একটি সাবমেরিনের ৫৫ নাবিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইয়েলো সি তথা পীত সাগরে এ দুর্ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৪ই অক্টোবর) ভারতের একাধিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদমাধ্যমগুলো জানায়, সাবমেরিনের অক্সিজেন সিস্টেমে বিপর্যয়কর ব্যর্থতার কারণে ওই ক্রু সদস্যদের মৃত্যু হয়েছে। পীত সাগরে ব্রিটিশ সাব-সারফেস জাহাজগুলোকে ফাঁদে ফেলার বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। চীনের পারমাণবিক সাবমেরিন সেই ফাঁদে পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে কে বা কারা ওই ফাঁদ পেতেছে তা এখনও জানা যায়নি।

মৃত নাবিকদের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নৌবাহিনীর ‘০৯৩-৪১৭’ সাবমেরিনের ক্যাপ্টেন কর্নেল জুই ইয়ং-পেং এবং ২১ জন অফিসারও রয়েছেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যম। 

যুক্তরাজ্যের গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি (২১শে আগস্ট) ফাঁদে পড়ে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ‘০৯৩-৪১৭’ পারমাণবিক সাবমেরিনটি। এ সময় সাবমেরিনে অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়ার ফলে বিষক্রিয়া ঘটে নাবিকদের মৃত্যু হয়।

 

sanjida/Bodiar