ক্রীড়া ডেস্ক: এশিয়ান গেমস ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে দুই রানে হারিয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (চৌঠা অক্টোবর) দুপুরে চীনের জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।
টাইগারদের চেয়ে তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নির্ধারতি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রানের মোটামুটি লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। তবে এ রান তাড়া করতে নেমে জয়ের কাছাকাছি পৌঁছ গিয়েছিল মালয়েশিয়া।
তবে, বাংলাদেশের স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব দুর্দান্ত বোলিং করেছেন। শেষ ওভারে মালয়েশিয়ার দরকার ছিল ৫ রান। কিন্তু সাইফের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই ম্যাচটি বাংলাদেশ কোনোমতে জিতলেও নজর কেড়েছে মালয়েশিয়া। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই তারা দারুণ নৈপুণ্য দেখিয়েছে। ৬ই অক্টোবর বাংলাদেশ সেমিফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের বিপক্ষে।
Kamal/Bodiar