নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনারসহ বিশিষ্ট নাগরিকরা। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নিরপেক্ষ ভূমিকায় রাখার আহবানও জানান তারা।
নির্বাচন ভবনে এক কর্মশালায় এসব কথা বলেন সাবেক নির্বাচন কমিশনারসহ বিশিষ্টজনরা।
আজ বুধবার (৪ঠা অক্টোবর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের সাথে আলোচনা করছে নির্বাচন কমিশন।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার কর্মশালা করে ইসি। নির্বাচন ভবনে এই কর্মশালায় অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক কর্মকর্তা, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।
এসময় বক্তারা বলেন, ইসির জন্য বড় চ্যালেঞ্জ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা। পরিস্থিতি যাই হোক, স্থানীয় প্রশাসনকে নির্বাচনের সময় নিরপেক্ষ রাখতে হবে।
KFA/Bodiar