বিশ্বকাপে আফগানদের পরামর্শক অজয় জাদেজা

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ২১:৩২

আপডেট: ০৪-১০-২০২৩ ১৭:৪৮

ক্রীড়া ডেস্ক: একদিন পর শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপে এবারের আসর। আইসিসির এই মেগা ইভেন্টে আফগানিস্তানের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার অজয় জাদেজা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২০১৫ সালে দিল্লি রঞ্জি দলের কোচ হিসেবে কাজ করেছেন অজয় জাদেজা। ক্রিকেট ছাড়ার পর তিনি পুরোপুরি ধারাভাষ্যেই মনোযোগ দেন। তবে এবারের বিশ্বকাপে আফগান ড্রেসিংরুমে দেখা যাবে তাকে। 

জাদেজা ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় দলে নিয়মিত সদস্য ছিলেন। ১৯৬ ওয়ানডে খেলে তার ঝুলিতে রয়েছে ৫ হাজার ৩৫৯ রান। ১৯৯৬ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলায় আজও স্মরণীয় এই ব্যাটার। ওই দিন বেঙ্গালুরুতে ওয়াকার ইউনিসের মতো বোলারকে ছাতুপেটা করে শেষ দুই ওভারে ৪০ রান তোলেন তিনি। শেষ পর্যন্ত ২৫ বল খেলে অপরাজিত থাকেন ৪৫ রানে।

বিশ্বকাপে আফগানরা এখন পর্যন্ত তেমন একটা সুবিধা করতে পারেননি। গেল আসরে ৯টি ম্যাচ খেলে সবকটিতেই হারের স্বাদ পেয়েছে। একমাত্র জয় এসেছিল ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। আগামী ৭ই অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে আফগানরা। উপমহাদেশর কন্ডিশনকে কাজে লাগিয়ে দারুণ কিছুর অপেক্ষা করে আছে হাশমতুল্লাহ শহিদিরা। 

 

Kamal/habib