কক্সবাজার সংবাদদাতা: সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করার অপরাধে গ্রেফতারকৃত ২৯ বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি।
আজ (মঙ্গলবার) দুপুরে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে সংবাদ সম্মেলনে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মহিউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের মধ্যে অনুষ্ঠিত ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে টেকনাফ সীমান্ত দিয়ে তারা দেশে ফেরত আসেন। এসময় সীমান্তে অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে উভয় দেশের অবস্থান সম্পর্কে আলোচনা করা হয়।
ফিরিয়ে আনাদের বিজিবি, টেকনাফ উপজেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে পরিচয় সনাক্ত করে স্ব স্ব পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি ।
LGR/habib