নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ হতে পাওে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস। তবে, তার এই মন্তব্য গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর বরখেলাপ। আজ মঙ্গলবার (তেসোরা অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।
সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশের গণমাধ্যমের স্বাধীন ভূমিকা নিয়ে অনাকাঙ্খিত বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপ। ভিসা নীতির নামে হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না।’
এসময় সাংবাদিক নেতারা বলেন, ‘প্রতিবছর বাংলাদেশ থেকে মার্কিন ভিসার জন্য প্রায় এক লাখ মানুষ আবেদন করেন। কিন্তু ভিসা পান প্রায় ২৭ হাজার মানুষ। একধরনের ভিসা নীতি যুক্তরাষ্ট্রের আছেই। আজকে তারা (যুক্তরাষ্ট্র) ভিসা নীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়।’
এই সমাবেশের আয়োজনে ছিলো ‘জাস্টিস ফর জার্নালিস্ট’ নামের একটি সংগঠন।
sanjida/habib