রাশিয়ায় ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইউক্রেন

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ১৮:২২

আপডেট: ০৩-১০-২০২৩ ১৮:২২

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-রাশিয়া সীমান্তের কাছে অবস্থিত রুশ গ্রামে ক্লাস্টার বোমা হামলা চালিয়েিেছ ইউক্রেন। গত ২৪ ঘণ্টায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

সংবাদমাধ্যম জানায়, ক্লিমোভো গ্রামে এখনোও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইউক্রেন এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি।

উল্লেখ্য, ক্লাস্টার বোমা ১০০টিরও বেশি দেশে নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের বোমার বিস্ফোরণে আরও অসংখ্য ছোট ছোট বোমা বের হয়ে আসে, যেগুলো আলাদাভাবে বিস্ফোরিত হয়ে বড় ধরনের ক্ষতির কারণ হয়। একটি দেশের ধ্বংসের জন্য এ  বোমার কোন বিকল্প নেই। এসব বোমার আঘাত থেকে তাৎক্ষণিক বেঁচে গেলেও পরবর্তীতে আজীবন এ ক্ষত বয়ে বেড়াতে হয়।

 

sanjida/habib