আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে বোমা হামলা ঘটনায় ১ হাজার সন্দেহভাজনকে আটক করেছে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার (তেসোরা অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, ৬৪টি তুর্কি প্রদেশে অভিযান চালানো হয়েছে। যাদের আটক করা হয়েছে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। তিনি জানান, তাদের কাছ থেকে অবৈধ বিপুল সংখ্যক অস্ত্র জব্দ করা হয়।
এর আগে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে তুরস্ক। রোববার (১লা অক্টোবর) পিকেকের ব্যবহৃত গুহা, ডিপো ও বাঙ্কার লক্ষ্য করে বিমান হামলা চালায় তুর্কি বাহিনী।
এ অভিযানে ১৩ হাজারের বেশি নিরাপত্তাকর্মী অংশ নেয়।
sanjida/habib