দিল্লিতে সাংবাদিক-লেখকদের বাড়িতে পুলিশের অভিযান

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ১৭:১১

আপডেট: ০৩-১০-২০২৩ ১৭:১১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়া দিল্লিতে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী ও লেখকের বাড়িত অভিযান চালিয়েছ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় সাংবাদিকদের মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩রা অক্টোবর) এ অভিযান চালানো হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। 

অভিযান চালানো গণমাধ্যমকর্মীদের মধ্যে রয়েছে নিউজক্লিক ওয়েবসাইটের সম্পাদক প্রবীর পুরকায়স্থ, সাংবাদিক অভিসার শর্মা, জনপ্রিয় ব্যঙ্গশিল্পী সঞ্জয় রাজৌরা, ইতিহাসবিদ সোহেল হাশমি, অনিন্দ্য চক্রবর্তী, ভাষা সিং। এদের মধ্যে কয়েকজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, সংবাদভিত্তিক ওয়েবসাইট নিউজক্লিক চীন থেকে অবৈধ তহবিল পেয়েছে। ওই তহবিলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে লেখক ও সাংবাদিকের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে নিউজক্লিকের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা এ ধরনের অভিযানকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মনে করছেন। 

সাংবাদিক অভিসার শর্মা অভিযানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, পুলিশ তার ফোন ও ল্যাপটপ জব্দ করেছে। ভাষা সিংও জানান, পুলিশ তার ফোন জব্দ করেছে। 

এদিকে, সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সাংবাদিকের বাড়িতে অভিযানের পর দিল্লিতে অবস্থিত নিউজক্লিকের কার্যালয়ে অভিযান চালানো হয়েছে।

 

Kamal/habib