১০৬ বছর ধরে বেদখল জমি উদ্ধার করলো পুলিশ

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ১৭:০৯

আপডেট: ০৩-১০-২০২৩ ১৭:০৯

বরিশাল সংবাদদাতা: বরিশাল জেলার হিজলা উপজেলার পুরাতন হিজলা থানার আওতাধীন ৩৭৭ একর সম্পত্তি উদ্ধার করেছে বরিশাল জেলা পুলিশ। দীর্ঘ ১০৬ বছর পর এই জমি উদ্ধার করেছে পুলিশ।

আজ (তেসোরা অক্টোবর) হিজলা উপজেলার পুরাতন হিজলা এলাকায় দীর্ঘ ১০৬ বছর পর জমি উদ্ধার উপলক্ষে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে স্থানীয়রা উদ্ধারকৃত জমিতে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের দাবি জানান। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম) বলেন, ১৯১৭ সালের পর থেকে এই জমি প্রভাবশালীরা যে যার মতো করে ভোগ করেছেন। অবশেষে দখলদারদের হাত থেকে এই জমি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এই জমিতে একটি পুলিশ ফাঁড়ি অথবা একটি পুলিশ ক্যাম্প নির্মাণ করা হবে। 

সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহজাহান হোসেন, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর বিক্রম, হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীসহ পুলিশের উধ্বর্তন কর্মকতাবৃন্দ। সুধী সমাবেশের আগে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করেন পুলিশ সুপারসহ উপস্থিত অতিথিরা।

 

Prottay/habib