পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের আটোয়ারীতে সামিউল ইসলাম সয়ন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সয়নের বাবা-মা ও স্থানীয় এলাকাবাসীরা।
আজ (৩ অক্টোবর) দুপুরে আটোয়ারী উপজেলায় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
এসময় সয়নের মা সেলিনা আকতার বাবা রবিউল ইসলাম বলেন, হত্যাকা-ের ২৪ দিন পরেও অভিযুক্ত মুন্নাকে গ্রেফতার করতে পারে নি। তারা দ্রুত সয়নের হত্যাকারীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
গত ৬ই সেপ্টেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সয়নকে মোটরসাইকেলে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এসময় তাকে রাস্তায় ফেলে যায় হত্যাকারী মুন্নাসহ কয়েকজন।
স্থানীয়রা উদ্ধার করে আটোয়ারী উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
৮ই সেপ্টেম্বর সয়নের মা, মুন্নাসহ আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Sayma/habib