ক্রীড়া ডেস্ক: আর মাত্র একদিন পরেই ভারতে শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্ব মঞ্চে নিজেদের ব্যক্তিগত সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত অংশগ্রহণকারী দলের ব্যাট্সম্যান ও বোলাররা। তবে, এই আসরে অভিজ্ঞরাই এগিয়ে থাকার সম্ভাবনা বেশি থাকলেও সঠিক সময়ে সুযোগ কাজে লাগিয়ে আসরে দ্যুতি ছড়াতে পারে কিছু নতুন মুখও। সব মিলিয়ে এই আসরে ব্যাট বলের এক জমজমাট লড়াইয়ের আশা ক্রিকেট বিশ্লেষকদের।
বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়ানোর অপেক্ষা ফুরিয়ে আসছে ধীরে ধীরে। এবারের আসরে কোন কোন ব্যাটসম্যান ও বোলাররা পারফরম্যান্স দিয়ে আলো ছড়াবেন সেটা নিয়ে চলছে ক্রিকেট বিশ্লেষকদের আলোচনা। আইসিসি ওয়ানডে ব্যাট্সম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই এবারের আসরে খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সবশেষ ৩৫ ইনিংস ব্যাট করে বাবরের সংগ্রহ মোট ২,১৯৬ রান। বিশ্বকাপের ম্যাচে ব্যাট হাতে বাবর জ্বলে উঠলে, পাকিস্তানকে সাফল্য এনে দেয়ার অন্যতম নায়ক হয়ে উঠতে পারেন তিনি।
অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এবার দল সাজিয়েছেন ভারত। দলের সাথে নতুন মুখ ও ওপেনার ব্যাটসম্যান হিসেবে থাকছেন ওয়ানডে ব্যাট্সম্যান র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা শুভমান গিল ও তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ইশান কিশান। অভিজ্ঞ রোহিত শর্মা ও ভিরাট কোহলির সাথে এই দুইজনের ব্যাট জ্বলে উঠলে তৈরী হতে পারে বিষ্ফোরক এক ব্যাটিং লাইন আপ, যা দুশ্চিন্তার কারণ হতে পারে যেকোন প্রতিপক্ষেরই।
শুধু ব্যাট হাতেই দলকে শিরোপা জয়ের পথে এগিয়ে নিতে অস্ট্রেলিয়ার আছে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথের মতো অভিজ্ঞ ব্যাট্সম্যানরা। ইংল্যান্ডের আছে বেন স্টোক্স, বেয়ার্স্টো ও জস বাটলারের মতো ক্রিকেটার।
এদিকে, বিশ্বকাপের মঞ্চে বল হাতে নিজেদের সামর্থের প্রমাণ দিতে প্রস্তুত অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও প্যাট কামিন্স, পাকিস্তানের শাহীন আফ্রিদি, ভারতের কুলদীপ যাদব ও হার্ডিক পান্ডিয়া, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের মতো বোলাররা।
এছাড়া, অলরাউন্ডার হিসেবে দলকে এগিয়ে নিতে বাংলাদেশের আছে বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে দলের জয় পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
AAA/habib