চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে যে কোন সরকারী সংস্থার অব্যবহৃত জায়গা পেলে সেসব স্থানে জনস্বার্থে প্রয়োজনীয় প্রকল্প নির্মাণ করে দেয়া হবে বলে জানিয়েছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।
আজ মঙ্গলবার (তেসরা অক্টোবর) দুপুরে কাতালগঞ্জে সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধনের পর এ কথা জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, পরিত্যক্ত সরকারি ভূমিগুলোতে পার্ক, খেলার মাঠ, হাটার ওয়াকওয়ে গড়ে তোলা হলে সুস্থ বিনোদনের বিকাশ ঘটবে।
এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, স্থানীয় কাউন্সিলর নুর মোস্তফা টিনু ও সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Kaniz/habib